প্রথমে নথি গায়েব, পরে যথাযথ প্রমাণ উপস্থাপন করতে না পারায় আদালতের রায় আসছে ভূমি দস্যুদের পক্ষে। এই রায়ের সূত্র ধরে আপিলে না গিয়ে ওই ‘জমিতে সরকারি স্বার্থ নেই’- উল্লেখ করে দায় সারছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসন হচ্ছে প্রতিটি জেলার সার্বিক তত্ত্বাবধানের একটি ইউনিট। জনগণের টাকায় জেলা প্রশাসনের বেতন-ভাতা হয়। তাদের নিয়োগ দেওয়া হয় রাষ্ট্রের কর্মচারী হিসেবে। রাষ্ট্রের মালিক জনগণ। মালিকের সেবা করাই কর্মচারীদের মূল দায়িত্ব। কিন্তু বাংলাদেশে জেলা প্রশাসন কি মালিকের সেবা করে?